এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ – HSC Syllabus
২০২১ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের ওয়েবসাইট www.dshe.gov.bd এ সিলেবাস প্রকাশ করেছে। আমরা আমদের পাঠকদের জন্য সম্পূর্ণ সিলেবাস আমাদের ওয়েবসাইট www.chakribazzar.com এ আপলোড দিয়েছি। আপনারা এখান থেকে পিডিএফ বা ইমেজ আকারে ডাউনলোড করে নিতে পারেন।
এইচএসসি শর্ট সিলেবাস ২০২১ এর সকল তথ্য পেতে পোস্টটি মনোযোগ সহকারে দেখুন। সকল আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
করোনা মহামারির কারণে দীর্ঘদিন যাবৎ স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্নকভাবে ব্যাহত হয়। ফলে এইচএসসি পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।
করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় আটোপাশ দেওয়া হলেও ২০২১ সালের এইচএসসি পরীক্ষা যেকোন মূল্যে গ্রহণের চিন্তাভাবনা করছে সরকার। এ লক্ষ্যেই সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ণের জন্য এনসিটিবি কে নির্দেশনা দেওয়া হয়।
আরও দেখুনঃ এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
বিগত ৪ ফেব্রুয়ারি নতুন করে এইচএসসি পরীক্ষার সংক্ষপ্ত সিলেবাস প্রকাশ করে মাউশি।
এই সিলেবসের আলোকেই গ্রহণ করা হবে এবারের এইচ এসসি পরীক্ষা। সিলেবাসটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ৩-৪ মাসে তা শেষ করা যায়।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কি আছে নতুন সংক্ষিপ্ত সিলেবাসে।
একনজরে
এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস বাংলা
২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। বাংলা ১ম পত্রের গদ্য, কবিতা ও সহপাঠ থেকে প্রশ্ন থাকবে। আর বাংলা ২য় পত্রের ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে প্রশ্ন আসবে।
বাংলা ১ম পত্র
গদ্য: অপরিচিতা, আমার পথ, বায়ান্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস
কবিতা: ঐকতান,সাম্যবাদী, তাহারেই পড়ে মনে, ফেব্রুয়ারি ১৯৬৯
সহপাঠ:
উপন্যাস: লালসালু
নাটক: সিরাজউদ্দৌলা
বাংলা ২য় পত্র
১. বাংলা উচ্চারণের নিয়ম:
ক. অ-ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ
খ. শব্দের উচ্চারণ
২. বাংলা বানানের নিয়ম:
ক. বাংলা একাডেমির প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম
খ. শুদ্ধ বানান
৩. বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি:
ক. ব্যাকরণিক শব্দশ্রেণির শ্রেণিবিভাগ ও ক্রিয়াপদের শ্রেণিবিভাগ
খ. ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশকরণ
৪. বাংলা শব্দ গঠন: (উপসর্গ, সমাস)
ক. উপসর্গের সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও প্রয়োজনীয়তা
খ. ব্যাসবাক্য ̈সহ সমাস নির্ণয়
৫. বাক্যতত্ত্ব:
ক. বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ, বাক্যের শ্রেণিবিভাগ
খ. বাক্যান্তর
৬. বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
নির্মিতি
- পারিভাষিক শব্দ এবং অনুবাদ
- দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা
- বৈদ্যুতিন চিঠি ও আবেদন পত্র
- সারাংশ ও ভাব সম্প্রসারণ
- সংলাপ ও ক্ষুদে গল্প রচনা
- প্রবন্ধ-নিবন্ধ লিখন
এইচএসসি বাংলা সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড লিংক
এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ইংরেজি
English 1st paper
Unit | Lesson |
1 | 1,2,3 |
2 | 1,2,3,4 |
3 | 1,2,3 |
4 | 1,2,3,4 |
5 | 1, 2 |
7 | 1,2,3 |
12 | 1,2,3,4,5 |
Marks Distribution for HSC English 1st paper
Part 1: Seen comprehension (55 marks)
Passage-01
- A. Choose the correct word/phrase……………… 1×10=10 marks
B. Question Answer ………………………………. 3×5=15 marks - Cloze test with clues ………………………… 1×10= 10 marks
- Cloze test without clues …………………… 1×10=10 marks
- Rearranging 10 marks
Part ll: Guided Writing (45 Marks)
- Writing paragraph 15 marks
- Story Writing 15 marks
- Informal letter 15 marks
ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড লিংক
ইংরেজি ১ম পত্র সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ডাউনলোড লিংক
কখন হতে পারে এইচএসসি পরীক্ষা?
এইচ এসসি পরীক্ষা ২০২১ এর ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে গত বছরের ন্যায় এ বছর অটোপাশের সম্ভাবনা নেই। শিক্ষাবোর্ড থেকে বলা হচ্ছে আগামী জুলাই মাসে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পরীক্ষার বিষয়ে সকল আপডেট আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই নিয়মিত চাকরিবাজার ডট কম ভিজিট করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করুন।