এসএসসি ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস SSC Short Syllabus 2021
এসএসসি ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস SSC Short Syllabus 2021 প্রকাশিত হয়েছে। dhakaeducationboard.gov.bd তাদের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করেছে। আপনি আমাদের ওয়েবসাইট চাকরিবাজার ডট কম থেকে এসএসসি ২০২১ সংক্ষিপ্ত সিলেবাস SSC Short Syllabus 2021 বা ইমেজ আকারে ডাউনলোড করে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
করোনা ভা্রিাস এর কারণে বিগত ১৭ ই মার্চ ২০২০ থেকে শিক্সাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের সম্পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব হয় নি।
সরকারের সিদ্ধান্ত মোতাবেক এনসিটিবি এর নিদের্শক্রমে এসএসসি ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।
এর আগে বিগত ২৫ জানুয়ারি এসএসসি ২০২১ এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের আপত্তির মুখে তা বাতিল করা হয়।
পূবের্র সিলেবাস বাতিল করে ৬০ দিনের নতুন সিলেবাস প্রকাশ করে এনসিটিবি। চাকরিবাজারের পাঠকদের জন্য সম্পূর্ণ সিলেবাস নিম্নে তুলে ধরা হলো:
একনজরে
এসএসসি শর্ট সিলেবাস ২০২১ SSC Short Syllabus 2021
যারা এবছর অর্থাৎ ২০২১ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই সংক্ষিপ্ত সিলেবাস প্রযোজ্য। এই সিলেবাসের আলোকেই এসএসসি ২০২১ পরীক্ষার প্রশ্ন প্রণয়ণ করা হবে। তাই শিক্ষার্থীদেরকে এই শর্ট সিলেবাসের আলোকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আমরা আমাদের পাঠকদের জন্য এসএসসি ২০২১ শর্ট সিলেবাস বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আলাদাভাবে উপস্থাপন করব। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে এসএসসি ২০২১ শর্ট সিলেবাস পিডিএফ এবং ইমেজ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।
এসএসসি শর্ট সিলেবাস ২০২১ পিডিএফ SSC Short Syllabus 2021
এসএসসি ২০২১ বাংলা শর্ট সিলেবাস
২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য বাংলা ১ম ও ২য় প্রত্রের শর্ট সিলেবাস প্রণয়ণ করা হয়েছে। এই সিলেবাসের আলোকেই পরীক্ষায় প্রশ্ন আসবে । এজন্য বাংলা বিষয়ের সিলেবাস জেনে পরীক্ষার প্রস্ততি গ্রহণ করা খুবই জরুরি। আসুন দেখে নেওয়া যাক কি আছে বাংলা শর্ট সিলেবাসে।
বাংলা ১ম সংক্ষিপ্ত সিলেবাস
এসএসসি ২০২১ বাংলা ১ম সংক্ষিপ্ত সিলেবাসে নিম্নোক্ত অধ্যায়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে:
গদ্যঃ
- সুভা
- আম আটির ভেপু
- মানুষ মুহাম্মদ (স.)
- শিক্ষা ও মনুষ্যত্ব
- প্রবাস বন্ধু
- মমতাদি
- একাত্তরের দিনগুলি
- সাহিত্যের রূপ ও রীতি
কবিতাঃ
- বঙ্গবাণী
- কপোতাক্ষ নদ
- মানুষ
- পল্লী জননী
- রানার
- আমার পরিচয়
- স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো
সহপাঠঃ
কাকতাড়ুয়া, বহিপীর
বাংলা ১ম পত্রের সিলেবাস ছিল এতটুকুই। এবার দেখে নেওয়া যাক বাংলা ২য় প্রত্রের সিলেবাস
বাংলা ২য় সংক্ষিপ্ত সিলেবাস
সকল বিষয়ের মতোই এসএসসি বাংলা ২য় প্রত্রেরও সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
আমাদের পাঠকদের জন্য বাংলা ২য় শর্ট সিলেবাস তুলে ধরা হলোঃ
ব্যাকরণ অংশঃ
অধ্যায় | পরিচ্ছেদ |
২ | ১, ৪ |
৩ | ২,৫,৬,৭,৯,১০,১১ |
৪ | ১,২,৭ |
৫ | ১,২ |
নির্মিত অংশ
অনুচ্ছেদ, পত্র, সারমর্ম, সারাংশ, ভাবসম্প্রসারণ, রচনা, প্রতিবেদন
এসএসসি ২০২১ শর্ট সিলেবাসঃ গণিত
২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য গণিতের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাস থেকেই এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে। চাকরিবাজার পাঠকদের জন্য গণিতের সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হলোঃ
বীজগণিতঃ অধ্যায়-২,৩
জ্যামিতিঃ অধ্যায়- ৮
ত্রিকোণমিতিঃ অধ্যায়-৯
পরিসংখ্যানঃ অধ্যায়-১৭
এসএসসি ২০২১ শর্ট সিলেবাসঃ ইংরেজি
এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত আকারে ইংরেজির সিলেবাস প্রকাশ করা হয়েছে। আমাদের সম্মানিত পাঠকদের জন্য সিলেবাসটি নিম্নে তুলে ধরা হলোঃ
English 1st Paper Short Syllabus
Seen Passage-1:
Unite: 3,4,5,7,10,11
- MCQ, 2. Question
Seen Passage-2:
Without Clues
Unseen Passage:
Information Transfer, Summerizing, Table Matching
Writing Paragraph, Completing Story, Email, Dialogue
English 2nd Paper Short Syllabus:
Grammar Part:
Right Form of verb, Changing Sentence (Voice, Degree, Aff-Neg, Ass-Int, Exc, Opt, etc), Suffix and Prefix, Tag Question, Punctuation
Writing CV, Formal Letter, Paragraph
এসএসসি ২০২১ শর্ট সিলেবাসঃ বিজ্ঞান বিভাগ
এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য বিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাস থেকেই এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে। চাকরিবাজার পাঠকদের জন্য এসএসসি বিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হলোঃ
পদার্থবিজ্ঞানঃ
অধ্যায়ঃ ১,২,৪,৮,১১
রসায়নঃ
অধ্যায়ঃ ৩,৪,৫,১১
জীব বিজ্ঞানঃ
অধ্যায়ঃ ২,৪,১১,১২
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ ১,২,৪,৬, ১০, ১১, ১৬
উচ্চতর গণিত
অধ্যায়ঃ ৭,৮,৯,১১
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ ১,২,৪,৬, ১০, ১১, ১৬
এসএসসি ২০২১ শর্ট সিলেবাসঃ মানবিক বিভাগ
বিজ্ঞান বিভাগের মতোই ২০২১ সালের মানবিক বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই াসলেবাস থেকেই এসএসসি পরীূক্ষায় প্রশ্ন করা হবে। আপনাদের জন্য আমরা সিলেবাসটি নিচে তুলে ধরছি।
বিজ্ঞান
অধ্যায়ঃ ১,২,৫,৭,৯,১২
পৌরণীতি
অধ্যায়ঃ ১,৪,৬,৭,১০
অর্থনীতি
অধ্যায়ঃ১,২,৩,৬,৯
ভূগোল
অধ্যায়ঃ ১,২,৪,৬,৮,১০
ইতিহাস
অধ্যায়ঃ ১,২,৩,১১,১৩,১৪
কৃষি শিক্ষা
অধ্যায় | পরিচ্ছেদ |
১ | ১-৬ |
২ | ১-৮ |
৪ | ১ |
এসএসসি ২০২১ শর্ট সিলেবাসঃ ইসলাম শিক্ষা
অধ্যায় | পাঠ |
১ | ১-৬ |
২ | ১, (৯-১৩),২১,২৪ |
৩ | ১,২,৩,৬ |
৪ | (১-৩), (১৬-১৮) |
৫ | ১-৫ |
এসএসসি ২০২১ শর্ট সিলেবাসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়ঃ ১,২,৪
এসএসসি পরীক্ষা কখন শুরু হবে?
এসএসসি পরীক্ষা কখন শুরু হবে সেটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা রয়েছে। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কখন এসএসসি পরীক্ষা শুরু হবে। তবে শিক্ষা মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে জুন মাসে এসএসসি পরীক্ষানেওয়া হবে। সে অনুসারেই শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট আমরা এই ওয়েবসাইটে প্রকাশ করব। তাই আমাদের সাথেই থাকবেন।
আশা করি আপনি এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছেন। আর যাদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানান।