কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১। admission-agri.org

কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাতটি কৃষি বিদ্যালয়ে সমন্বিত (গুচছ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিপরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, সিলেবাস আলোচনা করা হল।
করোনার কারণে এবছর এইচএসসি পরীক্ষা না হলেও জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতেই এইচএসসি ফলাফল নির্ধারিত হয়। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
একনজরে
কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
২০২০-২১ শিক্ষাবর্ষে কৃষি বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া আগামী ২৯ মে তারিখে অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখঃ ২৯ মে ২০১৯
আবেদন শুরুর তারিখঃ মার্চ মাসে জানানো হবে
আবেদনের শেষ তারিখঃ মার্চ মাসে জানানো হবে
আবেদন ফিঃ মার্চ মাসে জানানো হবে
ফলাফল প্রকাশের তারিখঃ মার্চ মাসে জানানো হবে
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.admission-agri.org
বিস্তারিত বিজ্ঞপ্তি মার্চ মাসে প্রকাশিত হবে
কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যাঃ
গুচ্ছ পদ্ধতিতে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা নিম্নরূপঃ
বিশ্ববিদ্যালয় | আসন সংখ্যা |
---|---|
বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়, ময়মনসিংহ | ১১০৮ |
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৭০০ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৩৩০ |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৪৩১ |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৫৮৭ |
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৪৫ |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
মোট | ৩৫৫১ |
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতাঃ
সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবেঃ
১. ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২১৮ বা ২০২৯ সালে এইচএসস/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
২. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষার প্রত্যেকটিতে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে। উভয় পরীক্ষার মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
জিসিই O লেভেল পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের 5 টি বিষয়ে ন্যূনতম B গ্রেড এবং A লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
৩. এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমানের উভয় পরীক্ষাতেই জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয় থাকতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ
প্রার্থীরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.admission-agri.org থেকে প্রয়োজনীয় তথ্যাবলী জেনে নিবেন। তারপর সেখানে ফরম পূরণ করে জমা দেবেন।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফিঃ
আবেদন ফরম জমা দেওয়ার পর রকেট বা শিওর ক্যাশের মাধ্যমে ১০০০ টাকা ফি জমা দিতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশ পত্র ডাউনলোডঃ
আবেদনকারী শিক্ষার্থীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.admission-agri.org ওয়েবসাইটে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের তারিখ প্রকাশিত হলে আমরা জানিয়ে দেব। আপনি আপনার ইউজার আইডি ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির লিখিত পরীক্ষাঃ
১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয় থেকে MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ পদ্ধতিঃ
মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় ১০০ নম্বর এবং ৪র্থ বিষয় বাদে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ =৪০ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ=৬০ নম্বর থাকবে।
আশা করি কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য আপনি পেয়ে গেছেন। আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।