পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পোস্ট এ আপনি জানতে পারবেন কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষার্থী বাছাই করা হবে, পরীক্ষার স্থান, মানবণ্টন, সাজেশন ইত্যাদি বিষয়।
ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে থাকুন।
করোনা মহামারির কারণে বিগত ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। ফলে ২০২০ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।
শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি রেজাল্টের গড় নম্বরের ভিত্তিতেই এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়।
কিন্তু বিশ্ববিদ্যােলয়ে ভর্তির ব্যাপারে ধোঁয়াশার সৃষ্টি হয়। অবশেষে গত ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পরীক্ষা পদ্ধতিতে আসার ফলে মোট ২০ টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের সিলেবাসের আলোকেই প্রশ্ন করা হবেএবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা পৃথক তিনটি দিনে অনুষ্ঠিত হবে।
একনজরে
পরীক্ষার তারিখ
বিভাগ | তারিখ |
মানবিক | ১৯ জুন ২০২১ |
ব্যবসায় শিক্ষা | ২৩ জুন ২০২১ |
বিজ্ঞান | ০৩ বা ১০ জুলাই ২০২১ |
বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাঃ
গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে।
- ২০১৯ অথবা ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৬.০০ থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৬.৫০ থাকতে হবে।
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৭.০০ থাকতে হবে।
বি.দ্রঃ কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম থাকলে আবেদন করা যাবে না।
বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বাছাই পদ্ধতিঃ
উল্লিখিত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত সবাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। শুধুমাত্র বাছাইকৃত পরীক্ষার্থীরাই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন যাচাই-বাছাই করে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর তারা ৫০০ টাকা ফি জমা দিয়ে পুনরায় আবেদন করবেন।
বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রঃ
যেসকল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেসকল বিশ্ববিদ্যালয়েই পরীক্ষার কেন্দ্র থাকবে। পরীক্ষার্থীরা তাদের সুবিধামতো কেন্দ্র নির্বাচন করবেন।
এই পরীক্ষায় কেউ পাশ বা ফেল করবেন না। পরীক্ষার আলোকে একটি স্কোর বা নম্বর দেওয়া হবে। সেই নম্বরের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা মানবণ্টনঃ
মোট ১০০ নম্বরের পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় বিভাগের আলাদা-আলাদা পরীক্ষা হবে।
মানবিক বিভাগঃ
মানবিক বিভাগের বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয় থেকে পরীক্ষা হবে।
বিষয় | নম্বর |
বাংলা | ৪০ |
ইংরেজি | ২৫ |
আইসিটি | ৩৫ |
ব্যবসায় শিক্ষাঃ
ব্যবসায় শিক্ষা বিভাগের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংরেজী, বাংলা এবং আইসিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হবে।
ব্যবসা শাখা | |
বিষয় | নম্বর |
বাংলা | ১৩ |
ইংরেজী | ১২ |
অ্যাকাউন্টিং | ২৫ |
ম্যানেজমেন্ট | ২৫ |
আইসিটি | ২৫ |
মোট | ১০০ |
বিজ্ঞান বিভাগঃ
বাংলা , ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, গণিত ও আইসিটি থেকে দুইট নিয়ে মোট ৫ বিষয়ের পরীক্ষা হবে।
বিজ্ঞান শাখা | |
বিষয় | নম্বর |
বাংলা | ১০ |
ইংরেজি | ১০ |
পদার্থবিজ্ঞান | ২০ |
রসায়ন | ২০ |
জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি * | ৪০ |
মোট | ১০০ |
যেসকল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবেঃ
১. কুমিল্লা বিশ্ববিদ্যালয় | ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ১১. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৩. খুলনা বিশ্ববিদ্যালয় | ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৪. ইসলামী বিশ্ববিদ্যালয় | ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় |
৫. বরিশাল বিশ্ববিদ্যালয় | ১৪. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় | ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ |
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর | ১৬. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৮. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা) | ১৭. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
৯. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় |
আরও পড়ুনঃ এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
চাকরিবাজার ডট কম সবসময় আপডেট নিউজ প্রচার করে থাকে। সবসময় সঠিক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ তথ্য আপনার টাইমলাইনে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।