এইচএসসি রেজাল্ট ২০২০ HSC Result 2020
এইচএসসি রেজাল্ট ২০২০ HSC Result 2020 প্রকাশিত হয়েছে। শিক্ষাবোর্ড তাদের ওয়েবসাইটে এ রেজাল্ট প্রকাশ করেছে। আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেখার নিয়ম আলোচনা করা হয়েছে। আপনার পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
করোনা মহামারির কারণে এ বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে জেএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তিতেই এবার এইচএসসি রেজাল্ট ঘোষণা করা হয়।
শিক্ষামন্ত্রনালয় থেকে এইচএসসি রেজাল্ট ২০২০ HSC Result 2020 প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর তা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ পাওয়া যাবে। সেখান থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল জানতে পারবে।
এইচএসসি রেজাল্ট ২০২০ HSC Result 2020 মোবাইলে এসএমএস এবং শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে। সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট চাকরিবাজার ডট কম ভিজিট করতে থাকুন।
আমাদের এখান থেকে আপনি মার্কশিট সহ রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন।
একনজরে
এইচএসসি রেজাল্ট প্রকাশের সময়ঃ
করোনা মহামারির কারণে এবছর এইচএসসি পরীক্ষা না হওয়ায় এইচএসসি রেজাল্ট নিয়ে অনেকটা ধোঁয়াশার সৃষ্টি হয়। নানা চিন্তাভাবনার পর জেএসসি এবং এইচএসসি রেজাল্ট এর ভিত্তিতেই ফলাফল প্রকাশের ব্যাপারে শিক্ষাবোর্ড থেকে সিদ্ধান্ত গৃহীত হয়।
কিন্তু সে রেজাল্ট প্রকাশে অনেক বিলম্ব হয়। অবশেষে ৩০ জানুয়ারী ২০২১ তারিখে ফলাফল প্রকাশিত হয়।
একনজরে এইচএসসি রেজাল্ট ২০২১
পরীক্ষার তারিখঃ অনুষ্ঠিত হয় নি।
ফলাফল প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি ২০২১
ওয়েবসাইটঃ www.educationboardresults.gov.bd
এইচএসসি রেজাল্ট ২০২০ সিস্টেম HSC Result
প্রতি বছরের ন্যায় এবছর এইচএসসি রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। এবছর কোনো পরীক্ষা না হওয়ায় এইচএসসি আটোপাশ রেজাল্ট দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জেএসসি এবং এইচএসসি রেজাল্ট গড় করেই এ রেজাল্ট ঘোষণা করা হয়েছে।
আপনি বিভিন্নভাবে এইচএসসি ফলাফল দেখতে পারেন। সবগুলো উপায়ই এখানে আলোচনা করা হলো।
এইচএসসি রেজাল্ট ২০২০ঃ অনলাইন পদ্ধতি
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখতে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন।
১. প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ http://www.educationboardresults.gov.bd
লিংকে প্রবেশ করলে নিচের জচত্রের মতো দেখা যাবে।

২. ১ম বক্সে HSC/Alim সিলেক্ট করুন
৩. ২য় বক্সে সাল ২০২০ সিলেক্ট করুন
৪. ৩য় বক্সে আপনার শিক্ষাবোর্ড সিলেক্ট করুন
এখানে আপনার নিজের বোর্ড যেমনঃ Dhaka, Chittagong, Barisal, Sylhet ইত্যাদি থেকে একটি সিলেক্ট করবেন।
৫. ৪র্থ বক্সে আপনার পরীক্ষার রোল নম্বর দিন
৬. ৫ম বক্সে আপনার রেজিস্ট্রেশন নম্বর লিখুন
৭. ৬ষ্ঠ বক্সে সংখ্যা দুইটির যোগফল লিখুন
৮. Submit বাটনে ক্লিক করুন

সবকিছু ঠিকমতো দিয়ে দিলে আপনি রেজাল্ট দেখতে পাবেন।
এইচএসসি রেজাল্ট ২০২০ (eboardresults.com)
- প্রথমে এই লিংকে প্রবেশ করুনঃ eboardresults.com

- ১ম বক্সে HSC/Alim/Equivalent সিলেক্ট করুন।
- ২য় বক্সে সাল ২০২০ সিলেক্ট করুন।
- ৩য় বক্সে আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
- ৪র্থ বক্সে Individual Result সিলেক্ট করুন।
- ৫ম বক্সে আপনার Roll নাম্বার লিখুন।
- ৬ষ্ঠ বক্সে আপনার Registration No লিখুন ।
- ৭ম বক্সে ৪ ডিজিটের সিকিউরিটি কী লিখুন।
- এবার “Get Result” বাটনে ক্লিক করুন।
এইচএসসি রেজাল্ট এসএমএস সিস্টেম HSC Result
আপনি চাইলে মোবাইলে এসটএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে পারেন। ফলাফল প্রকাশের ৫-৬ ঘণ্টার মধ্যে আপনি এসএমএস এ রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্ট দেখার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুনঃ
- প্রথমে আপনার মোবাইলের Message অপশনে গিয়ে নিচের মত লিখুন,
HSC <Space> First three letters of your Board <Space> Roll No < Space > Exam Year
এবার SMS টি পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমনঃ
HSC SYL 123456 2020
পাঠিয়ে দিন 16222 নম্বরে
সকল শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর নিচে দেওয়া হলোঃ
বোর্ড | ১ম তিন অক্ষর |
ঢাকা বোর্ড | DHA |
চট্রগাম বোর্ড | CHI |
বরিশাল বোর্ড | BAR |
রাজশাহী বোর্ড | RAJ |
দিনাজপুর বোর্ড | DIN |
কুমিল্লা বোর্ড | COM |
যশোর বোর্ড | JES |
সিলেট বোর্ড | SYL |
মাদ্রাসা বোর্ড | MAD |
কারিগরি বোর্ড | TEC |
এইচএসসি রেজাল্ট অ্যাপস সিস্টেম : BD Result
BD Result এপসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট পেতে নিচের প্রক্রিয়া আনুসরণ করুনঃ
- আপনার স্মার্টফোনের ডাটা অন করে গুগল প্লে-স্টোরে প্রবেশ করুন।
- BD Result অ্যাপ্সটি সার্চ দিয়ে ডাউনলোড করুন
- অ্যাপটি ওপেন করে View Resylt বাটনে ক্লিক করুন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে SUBMIT ক্লিক করুন।
আপনার কাঙ্খিত রেজাল্ট চলে আসবে।
বিভিন্ন বোর্ডের এইচএসসি রেজাল্টঃ
আপনি আপনার বোর্ডের ওয়েবসইট থেকে এইচএসসি রেজাল্ট দেখতে পারেন। বোর্ডের লিংক নিচে দেওয়া হলঃ
- ঢাকা বোর্ড
- রাজশাহী বোর্ড
- সিলেট বোর্ড
- চট্টগ্রাম বোর্ড
- কুমিল্লা বোর্ড
- যশোর বোর্ড
- বরিশাল বোর্ড
- দিনাজপুর বোর্ড
- মাদ্রাসা বোর্ড
- কারিগরি বোর্ড
শেষ কথাঃ এই পোস্ট এ এইচএসসি রেজাল্ট বিষয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনি আপনার তথ্য পেফে গেছেন্ আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।